রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
- Update Time : ০৫:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১৯৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে যথাযগ্যে মর্জাদার মধ্য দিয়ে জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে দিবসটি উপলক্ষে শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় সংঙ্গীতের সাথে আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ।
এ সময় মাঠ পরিদর্শণ শেষে স্বাধীনতা দিবসের বানী পাঠ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করা হয়।
পরে বাদ্য যন্ত্রের তালে পুলিশ, আনসার, জেলা কারাগার, ফায়ার সার্ভিস, বিএনসিসি কুচকাওয়াজ উপস্থান করে। এবং কুচকাওয়াজ শেষে ক্যারাতে দল, টাউন মক্তব, সরকারী শিশু পরিবার ও রেড ক্রিসেন্ট মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ করেন।
কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে এতে অংশ গ্রহনকারীদের পুরস্কার এবং শুভেচ্ছা স্মারক হিসাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, পৌর মেয়র, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সহ সরকারী দপ্তরের কর্মকর্তারা।
এরআগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য, কেন্দ্রীয় বাস টার্মিনালে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিফলক, রেলগেইট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকশেড বদ্ধভূমি সহ বিভিন্নস্থানে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়