রাজবাড়ীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন
- Update Time : ০৫:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
- / ২২৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পদিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়।
পড়ে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং মশাল প্রজ্জলনের মাধ্যমে এ প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুব রহমান শেখ, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব প্রমূখ।
এসময় রাজবাড়ী সদর, পাংশাসহ অন্যান্য উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থী ও সুধিজন উপস্থিত ছিলেন।
৪ টি গ্রুপে ৩২টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আগামীকাল পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এ ক্রীড়া প্রতিযোগীতা্
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়