গ্রহণযোগ্য নির্বাচনসহ বিভিন্ন দাবিতে রাজবাড়ীতে জাসদের মানববন্ধন
- Update Time : ১০:৫৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ৯৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনসহ বিভিন্ন দাবিতে শনিবার বিকেলে মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখা।
রাজবাড়ী পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে একই সাথে রাজবাড়ী থেকে ডাক পরিবহন সার্ভিস আরএমএস তুলে নেওয়ার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্যান জানানো হয়। ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, উজ্জল গুহ প্রমুখ।
বক্তারা বলেন, বৈকালিক ডাকসেবা আরএমএস সার্ভিস রাজবাড়ীতে খুবই জনপ্রিয়। অথচ ষড়যন্ত্রমূলকভাবে এই সার্ভিসটি তুলে নেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। দেশে সকলের কাছে গ্রহণযোগ্য হয় এমন জাতীয় নির্বাচন দিতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়