পাংশার ফসলী মাঠ থেকে সপ্তম শ্রেনীর ছাত্রের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা, আটক ৩
- Update Time : ০৪:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- / ১৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের এক কৃষি জমির মাঠ থেকে রাব্বি (১৪) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জন কিশোরকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা থানা পুলিশ ইউনিয়নের মহিষভাঙ্গা এলাকার একটি মাঠ থেকে ওই ছাত্রের লাশটি উদ্ধার করে।
নিহত রাব্বি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা গ্রামের আক্তার হোসেন এর ছেলে। এবং সে পার্শ্ববর্তী আখরজানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, গতকাল রাত ৮ টার দিকে খাবার খেয়ে বাড়ীর বাইরে যায়। পরবর্তীতে তার দুই বন্ধু তরুন ও রানা একটি ইসলামী জলসা শোনার জন্য ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরে নাই। সকালে স্থানীয়রা বাড়ীর অদূরে রাব্বির মরদেহ পরে থাকতে দেখতে পেয়ে তাদের পরিবারকে খবর দেয়।
তারা আরও জানান, রাব্বি সুস্থ্য স্বাভাবিক ভাবে বাড়ী থেকে বের হয়েছিলো। আসলে রাব্বিকে হত্যা করা হয়েছে।
পাংশা থানা পুলিশের ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়