বালিয়াকান্দিতে বিয়ের এক সপ্তাহ না যেতেই নববধুর লাশ মিলল গোয়াল ঘরে
- Update Time : ১০:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৪২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিয়ের এক সপ্তাহ পার না হতেই নববধু উর্মি খাতুন (১৯) লাশ স্বামীর বাড়ীর গোয়াল ঘর থেকে পুলিশ উদ্ধার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী বলদা খাল এলাকার সাহিদুল শেখের স্ত্রী।
সোমবার সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী বলদা খাল স্বামীর বাড়ীর গোয়াল ঘরের বাটামের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে।
জানাগেছে, গত সোমবার (১ মে) বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের জাহিদুল শেখের মেয়ে উর্মি খাতুন (১৯) সাথে পারিবারিক ভাবে নবাবপুর ইউনিয়নের পদমদী বলদা খাল এলাকার মৃত ইউসুফ শেখের ছেলে সাহিদুল সেখ (২১) বিয়ে হয়।
নিহত উর্মির পিতা জাহিদুল শেখ বলেন, গত সোমবার পারিবারিক ভাবে বিয়ে হয়। রাতেও বাড়ীতে ফোনে কথা হয় বাড়ীর সবার সাথে। সকালে শুনতে পাই মারা গেছে। ওই বাড়ীতে গিয়ে দেখি গোয়াল ঘরের বাটামের সাথে ঝুলছে। কি কারণে মারা গেল বুজতে পারছি না।
বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়