দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঈদের আগে ও পরে ৩দিন করে পণ্যবাহি ট্রাক পারাপার বন্ধ

- Update Time : ১০:০০:১১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ২৩৯ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ও সড়ক পথে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঈদের আগে ও পরে ৩দিন করে পণ্যবাহি ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নির্বিঘœ ফেরি পারাপার, লঞ্চসহ অন্যান্য জলযান সুষ্ঠু চলাচল, ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: মোরশেদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো: রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহাগ হোসেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মো: আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, আনসার-ভিডিপি প্রতিনিধি, চেয়ারম্যান, দৌলতদিয়া ইউনিয়ন, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সড়ক ও নৌ-পথে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে আগে-পরে ৩দিন করে ট্রাক চলাচল বন্ধ থাকবে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ২৪ ঘন্টা টহলের ব্যবস্থা করা হয়েছে। নিরাপদে বাড়ী ফিরতে সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়