পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- Update Time : ০৮:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- / ৫৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ইটবাহী ট্রাক চাপায় কামাল হোসেন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । তিনি পাংশা পৌর এলাকার মৈশালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। বুধবার (৩ আগষ্ট) পাংশা পৌর শহরের পশু হাসপাতাল ও খাদ্য গোডাউনের মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।
প্রদক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে কামাল হোসেন টেম্পু ষ্ট্যান্ড এলাকা থেকে মৈশালার দিকে যাচ্ছিলেন। এ সময় পপি পরিবহন (বগুড়া-ট-১১-১২-৩৮) ইটবাহী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে সড়কে পড়ে যান। ট্রাকটি তার উপর দিয়ে উঠিয়ে দিয়ে পালানোর চেষ্টা করলে চাকার নিচে পিষ্ঠ হয়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুরে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ব্যবসার পাশাপাশি জামায়াত ইসলামির রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়