রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ, মতবিনিময়

- Update Time : ০৭:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / ২৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সফিকুল মোর্শেদ আরুজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার ও সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান,পুলিশ সুপার এম এম শাকিলৃুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রা।
সভায় জেলা পরিষদের সার্বিক উন্নয়নে সংসদ সদস্য, প্রশাসন ,উপজেলা পরিষদ ও ইউনিয়নের সকলের সহযেগীতা কামনা করেন নব নির্বাচিত চেয়ারম্যান।
মতবিনিময় সভায় জেলা পরিষদের নির্বাচনে অংশ নেয়া ভোটাররা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়