পুলিশ নারী কল্যান সমিতির উদ্যোগে রাজবাড়ীর হতদরিদ্ররা পেলো “ঈদ উপহার”
- Update Time : ০৬:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ২২৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীতে ২শ জন অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলা পুলিশ মোট ৮শ জনের মাঝে ঈদ উপহার বিতরণ করবে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) রাজবাড়ীর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বিতরণে জেলা পুনাকের সভাপতি তামান্না মুস্তারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, পুনাক সদস্য ফেরদৌসি ইয়াসমিন, আসমা বেগমসহ পুনাক সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে জেলা পুনাক সভাপতি বলেন, পুলিশ জনগণের বন্ধু, সকল বিপদ আপদে পুলিশ জনগণের পাশে থাকে। জেলা পুলিশের পাশাপাশি পুনাক কাজ করছে। সে ধারাবাহিকতা রক্ষায় ঈদ উপহার হিসাবে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী দিচ্ছেন। ভবিষৎতে এ ধারা অব্যাহত থাকবে। তাছাড়া সাধারন মানুষের বিপদ আপদের কথা তিনি শুনবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়