রাজবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদ করতে যাওয়ায় রেলওয়ে কর্মচারীকে মারপিট
- Update Time : ১০:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৯২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদ করতে যাওয়ায় মোঃ হানিফ শেখ (২৮) নামে একজন রেলওয়ে কর্মচারীকে বেধরক মারপিট করা হয়েছে। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হানিফ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়ার সালাম শেখের ছেলে। সে রাজবাড়ী রেলওয়েতে টলিম্যান হিসেবে কর্মরত রয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু জানিয়েছেন, রাজবাড়ী জেলা শহরের নিউ কলোনীতে রেলওয়ে বেশ কিছু ষ্টাফ কোয়ার্টার বেদখল অবস্থায় রয়েছে। গত বুধবার সকালে রাজবাড়ী রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে কর্মচারীরা জনৈক শাহিনের দখলে থাকা একটি কোয়ার্টারে তালা লাগিয়ে আসে। ওই ঘটনার কিছু সময় পর দখলদার শাহিন রেলওয়ে কর্মচারীদের লাগানো তালা ভেঙ্গে কোয়ার্টারের দখল নিয়ে নেয়।
বিষয়টি জানার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ রেলওয়ের অন্যান্য কর্মচারীরা ওই কোয়ার্টারের পুনরায় দখল নিতে যায়। এতে ক্ষিপ্ত হন দখলকারী শাহিন। সে অতর্কিত ভাবে আগত কর্মচারীদের মধ্যে রাজবাড়ী রেলওয়েতে টলিম্যান হিসেবে কর্মরত হানিফ শেখের উপর হামলা চালায় এবং তাকে বেধরক মারপিট ও রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। হানিফকে ওই সময় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিষয়টি ইতোমধ্যেই রাজবাড়ী থানায় জানানো হয়েছে। রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারী শাহিনকে আটক করা সম্ভব হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়