সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
- Update Time : ১১:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- / ১৭২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ, মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এক মোটর সাইকেল শোডাউন বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে সমবেত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ফকরুজ্জামান মুকুট, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আযম মামুন, এ্যাড. রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা আওয়ামীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বক্কর খান, ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান শামীম, মোঃ জাকারিয়া মাসুদ রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট যদি আবারো অগ্নি সন্ত্রাস এই বাংলাদেশে পুনরাবৃত্তি ঘটাতে চায়। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। তারা এই দেশকে মৌলবাদী এবং জঙ্গী আস্তানায় পরিণত করতে চায়। আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ এই অপশক্তির বিরুদ্ধে রাজপথে আছি ইনশাল্লাহ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়