পাংশায় নিখোঁজের পর দিন সপ্তম শ্রেণীর ছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, আটক ১
- Update Time : ০৮:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১৩৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় নিখোঁজের একদিন পর মোঃ হাসিব (১৩) নামে এক স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করা হয়েছে।
৭ জুন (বুধবার) রাত দুইটার দিকে জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্র উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের অটোরিকশা চালক মোঃ হামিদুলের ছেলে ও সমষপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
নিহত স্কুল ছাত্রর বাবা হামিদুল বলেন, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে আমার অটো ভ্যান নিয়ে বের হয়। তার কিছু সময় পর থেকে অনেক খোঁজাখুঁজি করে আমার ছেলেকে পাই না। পরে পাংশা মডেল থানা পুলিশকে জানানোর পর রাতে আমার ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনরা জানান, হত্যাকারীরা শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুনে ঝলসে দিয়েছে, দুই চোখ আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, লাশটি উদ্ধার ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য বুধবার একজনকে আটক করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়