রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

- Update Time : ১১:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহি শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে। শনিবার ছিলো উদ্বোধনী অনুষ্ঠান।
এ উপলক্ষে সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি সুবর্ণ জয়ন্তীর শ্লোগানে শ্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় এসে শেষ হয়।
র্যালী শেষে আমন্ত্রিত অতিথিরা কেকে কেটে এবং বেলুন উড়িয়ে দুই দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধন করেন।
পড়ে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য রহিম মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং বরণ নৃত্যের মাধ্যমে অতিথিবৃন্দকে বরণ করে নেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম রেজা (ক্রাইম এন্ড অপস), জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক রেজাউল করমি, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, ডাঃ জাহেদুর রহমান প্রমূখ। এ সময় বিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলেচানা সভা শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এছাড়া দুই দিন ব্যাপী অনুষ্ঠানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ১৯৭২ সালে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপতি হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়