হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদী থেকে বালু উত্তোলন, বালুবাহি ৩ বাল্কহেড আটক

- Update Time : ০৪:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ২২০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী ও কুষ্টিয়া সিমান্তবর্তী পদ্মা নদীর শিলাইদহ থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের কারনে দৌলতদিয়ায় তিনটি বালু বোঝাই বাল্কহেড আটক করছে দৌলতদিয়া নৌপুলিশ সদস্যরা।
তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঘাট ফাঁড়িতে আনা হয়েছে। বাল্কহেড তিনটি ১ নং ফেরি ঘাট এলাকায় আটক রাখা হয়েছে। বালু ভর্তি বাল্কহেড তিনটি হল সাব্বির হোসাইন, আল ফারুক ও হাজী শহীদুল্লাহ। এ বাল্কহেড গুলোর শুকানী (চালক) মো. ফিরোজ হাওলাদার, তোফায়েল ও মো. মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ঘাট ফারিতে আটক রাখা হয়েছে।
দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাড়ির উপ-পুলিশ পরিদর্শক সিরাজুল কবির জানান, সোমবার দুপুরে দৌলতদিয়া ১ নং ফেরি ঘাট এলাকা থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে তিনটি বালু নোঝাই বাল্কহেড আটক করা হয়েছে।
আটক করে তাদের ফেরি ঘাট এলাকায় রাখা হয়েছে। সেই সাথে চালকদের কাছে বালু পরিবহন করার কোন বৈধ কাগজ পত্র আছে কি না তা দেখে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়