শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে গোয়ালন্দে প্রীতি ফুটবল খেলার আয়োজন

- Update Time : ০৯:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ৫৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“গড়বে শিশু সোনার দেশ
ছড়িয়ে দিয়ে আলোর রেশ”- প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে শিশু অধিকার সপ্তাহ-২০২২ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার দৌলতদিয়া চাইল্ড ক্লাবের উদ্যোগে দৌলতদিয়া যৌনপল্লী ও আশপাশ এলাকার পিছিয়ে পড়া শিশুদের অংশগ্রহনে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
যৌনকর্মী ও তাদের শিশুদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কর্মরত বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি এতে সার্বিক সহযোগিতা করে।
৩ অক্টোবর সোমবার সকাল ১০ টায় দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। চাইল্ড ক্লাবের নেতৃত্ত্বে শিশুরা দুটি দলে বিভক্ত হয়ে এ খেলায় অংশগ্রহণ করে। এতে পদ্মা দল ৪-৩ গোলে যমুনা দলকে পরাজিত করে। বিজয়ী দলের জয়রাজ ম্যাচ সেরা নির্বাচিত হন। আগামী ৮ অক্টোবর শনিবার মেয়ে দলের খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
ফুটবল খেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তি মহিলা সমিতির আলো প্রোগ্রামের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. নুরুজ্জামান, চাইল্ড ক্লাবের চেয়ারম্যান আলামিন হোসেন, ক্রীড়া সম্পাদক মোরসালিন আক্তার প্রমুখ।
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু বলেন, শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আমরা প্রতিবছর শিশুদের নিয়ে নানা আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় শিশুদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, কন্যা শিশু দিবস পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো নানা উদ্যোগ গ্রহণ করেছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়