রাজবাড়ীতে সনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত
- Update Time : ০৪:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ৮৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী কর্তৃক আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্য সোমবার সকালে জেলা শহরের শের ই বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, শের ই বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক তপন কুমার পাল, সহঃ প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক।
আলোচনা সভায় ধারণাপত্র তুলে ধরেন রাজবাড়ী সনাকের ইয়েস দলনেতা রাজন মন্ডল। আলোচনা সভায় শিক্ষার্থী, যুব সমাজ ও স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষ্যে টিআইবি নিম্নক্ত দাবিসমূহ সুপারিশ করেছে –
১. পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫Ñ এর সংশ্লিষ্ট ধারা সংশোধনীর মাধ্যমে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও লেমিনেটেড প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে;
২. প্লাস্টিক পণ্য উৎপাদন ও ব্যবহার হ্রাস এবং প্লাস্টিক বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্লাস্টিক দূষণসংক্রান্ত একটি ‘‘বিধিমালা’’ প্রণয়ন করতে হবে;
৩. সম্ভাব্য ক্ষেত্রসমূহে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার পাশাপাশি বায়েডিগ্রেডেবল প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে প্রণোদনার ব্যবস্থা করতে হবে;
৪. প্লাস্টিকের বেআইনি উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার রোধে দূষণ-কর আরোপ এবং প্লাস্টিক দূষণের সঙ্গে জড়িত ব্যাক্তি, প্রতিষ্ঠান ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ আইনের স্বাধীন ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৫. সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে প্লাস্টিক বর্জ্য আলাদা করে সংগ্রহ, পৃথক্করণ, পরিবহণ, পরিশোধন করতে হবে এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে;
৬. প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করে উৎপাদিত প্লাস্টিক পুর্নব্যবহার ও পুনঃচক্রায়ন নিশ্চিতে সরকার ও বেসরকারি খাত কর্তৃক বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে;
৭. টেকসই উন্নয়ন অভীষ্ট-১৪ এর অর্জন নিশ্চিতে প্লাস্টিক পণ্য হতে নদী ও সমুদ্র দূষণ রোধের পাশাপাশি সমুদ্র সম্পদের সংরক্ষণ নিশ্চিতে সমুদ্র অধিদপ্তর, কোস্ট গার্ড, নৌবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত তদারকি কার্যক্রম জোরদার করতে হবে;
৮. দূষণ রোধে ব্যবহৃত তহবিলসহ সার্বিকভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং আর্থিক লেনদেন ও কর্মসম্পাদন প্রতিবেদন স্বপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে;
৯. প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়