৩ দফা দাবিতে রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন
- Update Time : ১০:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ২৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও শিক্ষা সামগ্রীর দাম কমানোর দাবিতে রাজবাড়ী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের আয়োজনে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সভাপতি কাউসার আহম্মেদ রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সংসদের সাবেক সভাপতি আব্দুল হালিম বাবু, শিক্ষা ও গবেষনা বিষয়ক সস্পাদক অনিকা দাস, শহর শাখার আহ্বায়ক উৎসব চক্রবর্তী, রাজবাড়ী প্রথম আলো বন্ধু সভার সাধারন সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তরা বলেন, বর্তমানে দেশে বাক স্বাধীনতা বলতে কিছু নাই। কিছু বললেই ডিজিটাল নিরাপত্তার নামে করা কালো আইনে মামলা করা হচ্ছে। মূলত কিছু স্বার্থনেশী মহলের সুবিধার জন্য এই আইন করা হয়েছে।আইনটি সংশোধন নয়, পুরোপুরি বাতিল করা উচিত। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও শিক্ষা সামগ্রীর দাম আকাশ চুম্বি। যা নিয়ন্ত্রণে সরকারের কোন ভূমিকা নাই। রমজান মাসের পূর্বে বিশ্বের প্রায় সব মুসলিম রাষ্ট্রে দ্রব্যমূল্যের দাম কমে। কিন্তু একমাত্র বাংলাদেশে রমজান মাস শুরুর আগেই সকল কিছুর দাম বারে। দ্রুত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং দ্রব্য ও শিক্ষা সামগ্রীর দাম না কমানো হলে বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবে ছাত্র ইউনিয়ন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়