মায়ের সাথে অভিমান করে রাজবাড়ীতে সদ্য বিবাহিত যুবকের আত্মহত্যা

- Update Time : ০৮:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- / ৪৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মায়ের সাথে অভিমান সদ্য বিবাহিত যুবক রাব্বি ফকির জিদ্দি (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে। এ ঘটনায় রবিবার সকালে রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রাব্বি ফকির জিদ্দি’র বাবা মোঃ হারুন ফকির জানিয়েছেন, মাত্র ৬ মাস পূর্বে তানজিলা নামে অষ্টম শ্রেণীতে পড়–য়া একটি মেয়ের সাথে বিয়ে দেন রাব্বি ফকির জিদ্দিকে। বর্তমানে জিদ্দি বাড়ীর কাজ করার পাশাপাশি বিদেশে যাবার চেষ্টা করছিলো। গত শনিবার দুপুরে তানজিলাকে নিয়ে তার মা (জিদ্দির শ^াশুড়ি) রাজধানী ঢাকার বাসার উদ্দেশ্যে রওনা হন। তাদেরকে বাসে তুলেও দেন জিদ্দি। একই দিন সন্ধ্যায় জিদ্দির সাথে তা মা লতা বেগমের পিঠা খাওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। ওই ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিদ্দি বাড়ীর পাশের কলাবাগানে গিয়ে কিটনাশক পান করে। সে সময় পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় জিদ্দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। পরে তার মরদেহ গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়। রবিবার বিকালে বসন্তপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই তারা মৃত জিদ্দির বাড়ীতে যান এবং মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরীর পাশাপাশি তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়