রাজবাড়ীর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে যুক্ত হলো ৩ ফেরি, কমলো ভাড়া
- Update Time : ১১:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১২৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সঙ্গে পাবনার সরাসরি যোগাযোগের মাধ্যম ধাওয়াপাড়ার জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট। এ রুটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) উদ্যোগে রবিবার বিকাল ৪টায় প্রথম ফেরি চলাচল চালু করা হয়।
স্থানীয় সুত্রে জানাগেছে, মূলত পণ্য পরিবহনের জন্য এ নৌপথ বেশি ব্যবহার করা হয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাতায়াতের সহজপথ এ নৌপথ। এ নৌপথ দিয়ে প্রতিদিন রাজবাড়ী ছাড়াও ফরিদপুর, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জসহ আশেপাশের জেলাগুলোর বাস ও মালবাহী ট্রাক পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, নাটোরসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে। এ পথে বাস ও ট্রাক ছাড়াও মাইক্রোবাস, মোটর সাইকেলসহ ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করে।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা বলেন, এ নৌপথ দিয়ে যাতায়াত করতে হয়। ছোট ছোট ফেরী নানা কারণে বন্ধ থাকতো। তখন ট্রলারে করে নদী পার হতে হতো। এতে করে নদী পার হতে ভয় লাগতো। বিশেষ করে বর্ষাকালে নদীতে বড় বড় ঢেউ থাকায় খুব ভয় করতো। আবার জনপ্রতি ভাড়া দিতে হতো ৭০ টাকা করে। আর এখন ভাড়া ৩০ টাকা। একদিকে ভাড়া তুলনামূলক ভাবে কম। আরেক দিকে নিরাপদ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, সড়ক ও জনপথ বিভাগ আগে ঘাট পরিচালনা করতো। ছোট ছোট ফেরী চলাচল করতো। তবে নানা কারণে প্রতিদিনই প্রায় ফেরী চলাচল ব্যাহত হতো। রাতে ফেরী চলাচল করার কোনো সুযোগ ছিল না। এতে করে যোগাযোগ ব্যাহত হতো। দক্ষিণবঙ্গের মানুষের উত্তরবঙ্গে যাতায়াত করার ক্ষেত্রে ১২০ থেকে ২০০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হতো। এ ফেরি সার্ভিস শুরু হওয়ায় এখন আর অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে না।
তিনি আরও বলেন, এখন থেকে নিয়মিত এখানে যানবাহন থাকা সাপেক্ষে দিনরাত ২৪ ঘণ্টা ফেরী চলাচল করবে। এখন তিনটি ফেরি থাকবে। তবে যানবাহনের চাপ থাকলে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে। এরপর লঞ্চ সার্ভিসও শুরু করা হতে পারে। নদীল উভয়প্রান্তে ভৌত অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে। যাত্রী সেবার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। টার্মিনাল স্থাপিত হবে। অল্প সময়ের মধ্যে নৌমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে ফেরি চলাচল কার্যক্রমের উদ্বোধন করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়