পাংশায় মা কর্তৃক ৬ মাসের শিশুকে হত্যার অভিযোগ !
- Update Time : ১০:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ৬ মাস বয়সী আব্দুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পিতার পরিবারের দাবি শিশুটির মা মিম নিজেই নিজ সন্তানকে হত্যা করেছে। সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকালে ইউপির বাহাদুরপুর ডাঙ্গীপাড়ায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নিহত আব্দুল্লার পিতা আলামিন বলেন, আমার বউ মিমই আমার ছেলেকে মেরে ফেলেছে। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার বউ বিভিন্ন সময় আমাকে দেখে নেবে আমার সন্তানকে দেখে নেবে বলে হুমকি দিত। গত তিন মাস আগে তিন মাস বয়সী আমার শিশু সন্তানকে রেখে চলে যায়। পরে কুষ্টিয়া কোর্টে গিয়ে যৌতুকের মামলা করে। গত ২৯ তারিখে কোর্টে মিমাংসার মাধ্যমে ওকে ফিরিয়ে আনি। এরপরও দুই বার পালিয়ে যাবার চেষ্টা করেছিলো। পথ থেকে ফিরিয়ে আনি।
নিহত আব্দুল্লাহর দাদা হাবিবর প্রামানিক বলেন, আমার নাতি ছেলেকে আমার বউমাই হত্যা করেছে।
এলাকাবাসীরা বলেন, আলামিনের স্ত্রী মিম উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিলো। ও নিজেই হয়তো ওর ছেলেকে গলা টিপে হত্যা করেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা সহ পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শিশুটির পিতা-মাতা ও দাদা-দাদিকে জিজ্ঞাস্বাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছেন।
এ ব্যাপারে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা সম্ভব হবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়