রাজবাড়ীর পথে পথে জাহিদকে সংবর্ধনা, আনন্দের বন্যা
- Update Time : ১১:২২:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জাহিদুল ইসলাম জাহিদের নাম ঘোষনা করা হয়েছে। গত শানবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর পর রবিবার সন্ধ্যায় জাহিদ ঢাকা থেকে রাজবাড়ীতে ফেরেন। তার ফেরার পথে দৌলতদিয়া ঘাট থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয় পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মীসহ সাধারণ ছাত্ররা তাকে সংবর্ধনা প্রদান করে। তার সাধারণ সম্পাদক হবার কারণে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
একাধিক ছাত্রনেতা জানিয়েছেন, সদা মিষ্টভাষী জাহিদ নেতা-কর্মীদের প্রতি একজন নিবেদিত প্রাণ। দীর্ঘ প্রতিক্ষার পর জেলা ছাত্রলীগেরমত একটি গুরুত্বপূর্ণ সংগঠনের সাধারণ সম্পাদক পদটি যোগ্য ব্যক্তির হাতেই তুলে দিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তারা আশা করেন জাহিদের হাত ধরে রাজবাড়ী জেলা ছাত্রলীগ অনেক দুর এগিয়ে যাবে।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমি সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা যুব মহিলালীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ জেলা আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। পাশাপাশি আগামীতে যেন ভালো ভাবে কাজ করতে পানি তার জন্যও দোয়া চাচ্ছি।
উল্লেখ্য, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মোঃ শাহিন শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জাহিদুল ইসলাম জাহিদের নাম ঘোষনা করা হয়েছে। গত শানবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার অনুমোদন দেয়া হলো। সেখানে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আরফানুল হত অন্তরের নামও উল্লেখ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়