রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো মনমুগ্ধকর এ্যাক্রোবেটিক শো

- Update Time : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ৫০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মনমুগ্ধকর এ্যাক্রোবেটিক শো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে এই শো অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শায়লা ফারজানা ও শেখ মোমেনা মনি, অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানাসহ অন্যান্যরা।
সে সময় চায়না থেকে প্রশিক্ষণ গ্রহণ করা এ্যাক্রোবেটি দলের সদস্যরা লোমহর্ষক নানা ধরণের কসরত প্রদর্শন করেন। ওই অতিথিরা ছাড়াও আগত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে প্রদর্শনী হল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শায়লা ফারজানা বলেন, এ ধরণের এ্যাক্রোবেটিক প্রদর্শনী তিনি চায়নাতে দেখেছেন। দেশেও এমন এ্যাক্রোবেটরা রয়েছে তা তিনি জানতেন না। তারা দেশব্যাপী এই শো যাতে ছড়িয়ে যায় সে প্রচেষ্টা চালাবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়