পদ্মায় জেলের জালে ১৩ কেজির রুই, ২৭ হাজার ৩শ টাকায় বিক্রি

- Update Time : ০৬:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ১৬২ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার পদ্মা নদী থেকে একদল জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি রুই মাছ।
পড়ে মাছটি ২ হাজার ১শ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৩শ টাকায় ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়েছে।
শনিবার বিকাল ৩টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট মোঃ শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে সকাল ৭টার দিকে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকায় রুই মাছটি ধরা পরে।
পড়ে জেলেরা বেলা ১১টার দিকে মাছটি বিক্রি করতে আনলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট মোঃ শাজাহান শেখ ২ হাজার টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় মাছটি কিনে নেয়।
মাছ ব্যবসায়ী সম্রাট মোঃ শাজাহান শেখ জানান, উজ্জল হলদারসহ কয়েকজনের কাছ থেকে ২ হাজার টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় রুই মাছটি কিনে নেন। পড়ে মোবাইল ফোনে যোগাযোগ করে কেজি প্রতি ১শ টাকা লাভে ২৭ হাজার ৩শ টাকায় বিক্রি করেছেন।
তিনি আরও জানান, এখন পদ্মায় প্রায়ই বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় ব্যাপক চাহিদাও রয়েছে। ফলে মাছ গুলো দ্রুত বিক্রি হয়ে যায়। তাদের মত ব্যবসায়ীরা অনেক সময় জেলেদের থেকে সরাসরি, অথবা উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে সামান্য লাভে বিক্রি করে থাকেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়