রাজবাড়ীর মুক্তিযোদ্ধাদের প্রলোভন দেখিয়ে কথিত নারী ইউএনও’র ফোন
- Update Time : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ২১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“আমি ইউএনও বলছি, আপনি কি বীর মুক্তিযোদ্ধা এনায়েত মওলা বলছেন। আপনাকে সরকারী ভাবে ৩লাখ ৯০ হাজার টাকা অনুদান প্রদান করা হবে। এ জন্য আপনি ৪১ হাজার টাকা পাঠান।” এমনি প্রলোভন দেখিয়ে নারী কণ্ঠে গত মঙ্গলবার রাত ১০টার দিকে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে ফোন করা হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে রাজবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ী সদর উপজেলার সাবেক কমান্ডার আব্দুল জলিল বলেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর পরিচয় দিয়ে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম খান, ভবদিয়া গ্রামের এনায়েত মওলা, একই গ্রামের আব্দুল জলিল ও রামকান্তপুরের আব্দুস সোবাহান সেখের মোবাইলে কাল দেয়া হয়। সে সময় বলা হয়, সরকারী ভাবে ৩লাখ ৯০ হাজার টাকা অনুদান তারা পেয়েছেন। এ জন্য বিকাল নম্বরে ৪১ হাজার টাকা পাঠাতে হবে। সোনালী ব্যাংকের ম্যানেজার পাশে রয়েছেন তার সাথে কথা বলুন। ওই সময় আরেকজন প্রতারক সোনালী ব্যাংকের ম্যানেজার সেজে কথা বলে। বিষয়টি রাতেই ওই সব মুক্তিযোদ্ধারা তাকে মোবাইল ফোনে জানান। বুধবার সকালে তারা সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সাথে দেখা করেন। ইউএনও’র পরামর্শে পরে তারা রাজবাড়ী থানায় আসেন এবং অভিযোগ দায়ের করেন। যদিও বিগত বছর এমন প্রলোভনের ফাঁদে পরে দুই জনের কাছ থেকে ৮২ হাজার টাকা লুটে নিয়েছিলো ওই চক্র।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় রাজবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সাথে অপরাধীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়