রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন ৩১ জানুয়ারী : ৩ প্যানেলের মনোনয়নপত্র দাখিল
- Update Time : ১০:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / ১৪৮ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীরা। মঙ্গলবার (১৭ জানুয়ারী) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাধারণ আইনজীবি পরিষদ, আওয়ামী আইনজীবি পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবি পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনার এ্যাড. অশোক কুমার সাহা, সহকারী কমিশনার এ্যাড. মারুফুল হাসান শামীম ও এ্যাড. মোঃ ওবায়দুর রহমান বলেন, সাধারণ আইনজীবি পরিষদের সভাপতি পদে এ্যাড. এটিএম মোস্তফা, সহ-সভাপতি খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. তসলিম আহম্মেদ তপন, এ্যাড.খান মোহাম্মদ জহুরুল হক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক এ্যাড. বিপ্লব কুমার রায়, সদস্য এ্যাড. বকুল ভৌমিক, এ্যাড. সাখাওয়াৎ হোসেন সালেহ, এ্যাড. সুখেন্দু চক্রবর্তী, এ্যাড. মোঃ রফিকুল ইসলাম, এ্যাড. মোঃ সাগর আলী খান। আওয়ামী আইনজীবি পরিষদে সভাপতি পদে এ্যাড. মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি এ্যাড. মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. নিরঞ্জন কুমার বাড়ৈ, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. আবুল বাশার মোঃ শরীফ, এ্যাড. আশরাফুল হাসান আশা, ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক এ্যাড. আহম্মদ আলী মৃধা বাটু, সদস্য এ্যাড. মোঃ নিজাম উদ্দিন শেখ, এ্যাড. অনুপ কুমার দাস, এ্যাড. সাথী খানম, এ্যাড. খন্দকার ছানোয়ার হোসেন, এ্যাড. সুর্য্য কান্ত সরকার। জাতীয়তাবাদী আইনজীবি পরিষদের সভাপতি পদে এ্যাড. এএনএম শাহিদুল ইসলাম, সহ-সভাপতি এ্যাড. মোঃ আজিজুল ইসলাম টিটু খান, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুর রাজ্জাক (২), সহ-সাধারণ সম্পাদক এ্যাড. রহিমা খাতুন লিলি, এ্যাড. মোঃ আসাদুজ্জামান আসাদ, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক এ্যাড. সাজেদুর রহমান ইদ্রিস, সদস্য এ্যাড. মোঃ হেদায়েত উল্লাহ মিয়া, এ্যাড. মোঃ মাহফুজুর রহমান, এ্যাড. মোঃ রকিবুল হাসান রুমা, এ্যাড. তুহিন শেখ, এ্যাড. মোঃ নাজমুল হক লিটন।
এছাড়াও স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. মাহবুব রহমান ও সহ-সাধারণ সম্পাদক এ্যাড. আরব আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।
গত ৫ জানুয়ারী অপরাহ্নে জেলা বার এসোসিয়েশনের ২য় তলার হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. এ.টি.এম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস নির্বাচনী তফশীল ঘোষণা করেন। এতে ৯ জানুয়ারী ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের শেষ তারিখ ১২ জানুয়ারী, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ জানুয়ারী, মনোনয়নপত্র বিতরণ ও দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারী, একই দিন মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৯ জানুয়ারী, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২২ জানুয়ারী এবং ভোট গ্রহণ ৩১ জানুয়ারী নির্ধারণ করা হয়। এ নির্বাচনে ২০৪জন ভোটার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন।
উল্লেখ্য, গত নির্বাচনে ৩টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলেও সাধারণ আইনজীবি পরিষদের এটিএম মোস্তফা, হাবিবুর রহমান বাচ্চু ও বিজন কুমার বোস পুর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়