ভোক্তার সাথে রাজবাড়ীর ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা
- Update Time : ০৯:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত ও রাজবাড়ী জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রতিনিধিদের অংশগ্রহণে শনিবার দুপুরে জেলা চেম্বার ভবনে এক “সচেতনতামূলক সভা” অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, পরিচালক মোঃ আব্দুস ছালাম মন্ডল, পরিচালক মোঃ নুরুল হক আলম, পরিচালক মোঃ সিরাজুল ইসলামসহ জেলা চেম্বার অব কমার্সের পরিচালক এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ উপস্থিত সকল শ্রেণী পেশার ব্যবসায়ীবৃন্দের উদ্দেশ্যে চলমান সময়ে সকল প্রকার ক্রয়-বিক্রয় কার্যক্রম যথাযথ সরকারী বিধি ও নীতি নৈতিকতার অধীনে পরিচালনা করবার জন্য উৎসাহ ও নির্দেশনা প্রদান করেন।
সভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারাসমূহের প্রয়োগ ও ব্যবহার বিষয়ে উপস্থিত সকলকে অধিকতর সচেতন করার লক্ষ্যে বক্তব্য উপস্থাপন করেন, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ী কাজী রকিবুল হাসান।
সভায় জানানো হয় নিয়মিত বাজার তদারকি ও লিখিত অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করা চলমান রাখার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়