শুভসংঘের উদ্যোগে রাজবাড়ীর প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
- Update Time : ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
- / ২৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এবং সামাজিক সংগঠন বিজয়ী নারী ও শিশু উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এসব চেয়ার প্রতিবন্ধীদের হাতে তুলে দেয়া হয়।
এ উপলক্ষে দৈনিক কালের কণ্ঠ কার্যালয় চত্বরে শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সরোয়ার মোর্শেদ খান স্বপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়ী নারী ও শিশু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক সাহিদা চৌধুরী তন্বী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ও রাজবাড়ী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন খান, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সম্পাদক হাফিজুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক রাজ্জাকুল আলম, মোহাম্মদ হোসেন চৌধুরী, নারী নেত্রী কহিনুর বেগম, নইমা বেগম, মেরিনা আক্তার, সাবেক মেম্বার সানোয়ার সরদারসহ অন্যান্যরা।
পরে নারী, শিশু ও বৃদ্ধ প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়