রাজবাড়ী থেকে ফের ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি যাত্রীরা
- Update Time : ০৩:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১০৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুরের গোল্ড্রেন লাইন পরিবহনের সাথে রাজবাড়ীর বাস মালিক সমিতির বিরোধে ফের রাজবাড়ী থেকে ঢাকাসহ সকল রুটে অনিদ্দিষ্ঠকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক-শ্রমিকরা।
শনিবার দুপুর থেকে রাজবাড়ী হতে ঢাকা সহ অভ্যন্তরীন রুট দৌলতদিয়া-কুষ্টিয়া-ফরিদপুর সহ সকল রুটে বাস চলাচল বন্ধের বিষয় নিশ্চিত করেন রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক ও রাবেয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক লিটন।
এদিকে দুরপাল্লা ও অভ্যন্তরীন রুটে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীসহ ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরে চলাচলরত যাত্রীরা পড়েছে ভোগান্তিতে। ফলে তীব্র গরমে অতিরিক্ত ভাড়া ও সময় ব্যায় করে ভেঙ্গে ভেঙ্গে অবৈধযান অটোরিক্মা ও মাহেন্দ্রায় গন্তব্যে যাচ্ছে যাত্রীরা।
জানাগেছে, রাজবাড়ী কোন বাস পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করতে দেয়া হয় না। কিন্তু ফরিদপুরের গোল্ড্রেন লাইন বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করে। এ নিয়ে বিরোধে ১৫ জুন বিকাল থেকে রাজবাড়ী হতে ঢাকা সহ সকল অভ্যন্তরীন রুটে বাস চলাচল বন্ধ হলেও গতকাল ১৬ জুন রাতে আনুষ্ঠানিক ভাবে আজ শনিবার সকাল ৬টা থেকে অনিদ্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপ। পরে রাতেই জেলা প্রশাসকের অধআশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
যাত্রীরা জানান, হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন। এখন এই গরমে বেশি ভাড়া দিয়ে থ্রি হুইলার মাহেন্দ্রা, অটোরিক্সায় গন্তব্যে যেতে হচ্ছে। ঘোষনা দিয়ে বাস চলাচল বন্ধ করলে তাদের এতটা ভোগান্তি হত না।
রাবেয়া ও সোহার্দ্য পরিবহনের টিকেট কাউন্টাররা বলেন, মালিক সমিতির নির্দেশে তাদের বাস চলাচল বন্ধ রয়েছে। এবং তাদের নির্দেশনা অনুযায়ী আবার বাস চলাচল শুরু হবে। যে সকল যাত্রীরা টিকেট নিয়েছিলেন তারা কাউন্টারে যোগাযোগ করলে টিকেটের টাকা ফেরত দিয়ে দিবেন।
রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক ও রাবেয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক লিটন বলেন, তাদের না জানিয়ে হঠাৎ করে ফরিদপুরের গোল্ড্রেন লাইনের বাস রাজবাড়ীতে চালানো শুরু করেছে। এতে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। কেননা রাজবাড়ী হতে ৫ থেকে ১০ মিনিটের ব্যবধানে ঢাকায় ৫৫টি টিপ আসা যাওয়া করে। গতকাল রাতে জেলা প্রশাসক তাদের আশ্বস্ত করেন ঈদের আগে গোল্ড্রেন লাইন বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলবে না। এই আশ্বাসে তাদের ঘোষিত আজ সকাল থেকে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করে নেন এবং পূর্বের নিয়মে বাস চলাচল শুরু হয়। কিন্তু নিয়মনীতি উপেক্ষা করে গোল্ড্রেন লাইন চলাচল শুরু করে। যার কারণে বাস মালিকরা দুপুর সাড়ে ১২টা থেকে অভ্যন্তরীন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এবং দুপু্র ২টা হতে ঢাকাগামী বাস চলাচলও বন্ধ হয়ে যাবে।
তিনি আরও বলেন, বিকাল ৩টায় এ বিষয়ে ঢাকায় মিটিং রয়েছে। মিটিংয়ে পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়