পাংশায় ট্রাকের ধাক্কায় কিশোর ভ্যানচালকের মৃত্যু

- Update Time : ০৬:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ১৮ Time View
মো. শামীম হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় এক (কিশোর) ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
আজ (১৫মে) বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের আমতলা নামক স্থানে। নিহত ওই (কিশোর) ভ্যান চালকের নাম জয় শেখ(১৬)। তিনি উপজেলার কলিমহর ইউনিয়নের মাশালিয়া গ্রামের কালাম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জয় শেখ তার ভ্যানগাড়ি নিয়ে নিজ বাড়ি থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। এসময় আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জয় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পাংশা হাইওয়ে থানা পুলিশের (ওসি) মো: হারুন-অর রশিদ বলেন, ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। তাছাড়াও নিহতের পরিবারের পক্ষ থেকে কোন সহযোগিতা বা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়