রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের আঞ্চলিক কমিটি গঠিত

- Update Time : ০৮:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৩৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বুধবার বিকেলে ১১ সদস্য বিশিষ্ট ছাত্র ইউনিয়নের সজ্জনকান্দা আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মাহমুদ আহমেদিনেজাদ খালিদকে আহ্বায়ক ও শাহরিয়ার ইসলাম রিজান ও আল ফারহান ফাহিমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে শহরের আজাদী ময়দানে বিকেল ৫টার দিকে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের শহর কমিটির যুগ্ম আহ্বায়ক অর্নিকা দাস। বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কাওসার আহমেদ রিপন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি রাতুল হাসান, ছাত্র নেতা মাহমুদ আহমেদিনেজাদ ও শাহরিয়ার ইসলাম প্রমূখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সজ্জনকান্দা আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন, ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে ছাত্র ইউনিয়নের জন্ম হয়েছে। এদেশের প্রতিটি ইতি বাচক আন্দোলনে ছাত্র ইউনিয়ন ছিল সামনের কাঁতারে। শোষন হীন সমাজ, ক্ষুধা মুক্ত দেশ ও একই ধারার শিক্ষানীতি ছিল আমাদের স্বপ্ন। কিন্তু মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেও দাম উর্দ্ধমূখি। শিক্ষা উপকরণের দাম প্রতিনিয়ত বেড়ে চলছে। পরীক্ষার ফিসহ নানা অজুহাতে ছাত্র বেতন বাড়ানো হচ্ছে। এজন্য প্রয়োজন একটি সুস্থ ধারার ছাত্র আন্দোলন। বৃহত্তর ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই কাঙ্খিত বিজয় অর্জণ করা সম্ভব। একারণে ছাত্র ইউনিয়নকে ছাত্র সমাজের গভীরে নিয়ে যেতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় সংগঠন গড়ে তুলতে হবে। দাবি আদায়ের জন্য ধারাবাহিক ভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়