ভরন পোষন চাওয়ায় অসুস্থ মা’কে মারপিট, ছেলে গ্রেপ্তার
- Update Time : ০৬:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- / ১৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ভরন পোষন চাওয়ায় মরিয়ম বেগম (৫৬) নামে একজন মা’কে তার গর্ভের সন্তান বেধড়ক মারপিট করেছে। ওই মারপিটে আহত মা গত সোমবার সকালে বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলার আসামি হিসেবে পুলিশ গফুর শেখ ওরফে সুজাত (৩৬) কে নামে ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। সুজাত রাজবাড়ী সদর উপজেলার শহিদওহাবপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত মালেক শেখের ছেলে।
আহত মা মরিয়ম বেগম বলেন, তিনি নানা ধরণে রোগে অসুস্থ। অর্থের অভাবে বিনা চিকিৎসায় তার শাররিক অবস্থার আরো অবনতি হয়েছে। যে কারণে তিনি ছেলে সুজাতের কাছে বিভিন্ন সময় ভরন পোষনের অর্থ চেয়ে আসছেন। তবে সুজাত তােেত কর্ণপাত করে না। গত রবিবার দুপুরে পুনরায় তিনি সুজাতের কাছে ভরন পোষনের টাকা দাবী করেন। এতে সুজাত ক্ষিপ্ত হয় এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল করার পাশাপাশি বেধড়ক মারপিট ও গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। সে সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করে।
তিনি আরো বলেন, “আমি সুজাতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, মরিয়ম বেগমের অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। সেই সাথে আসামি সুজাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়