সাংবাদিক নাদিম হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- Update Time : ০৪:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ২১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম’র হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে প্রেস ক্লাবের সহ-সভাপতি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের সঞ্চালনায় বক্তৃতা করেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম হিরণ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সামাদ মিয়া, জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি সোহেল রানা, ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবির হোসেন, জেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও ৭১ টিভির প্রতিনিধি মেহেদী হাসান, সময় টিভির প্রতিনিধি আশিকুর রহমান, গ্লোবাল টিভির প্রতিনিধি রবিউল ইসলাম খন্দকার, তৃতীয় মাত্রার প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, ডিবিসি টিভির প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, এখন টিভির প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, দৈনিক বাংলার প্রতিনিধি মঈনুল হক মৃধা প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিক সদস্যগণ উপস্থিত ছিলেন।
নাদিম একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ -সভাপতির দায়িত্বে ছিলেন। নাদিমের পরিবারের অভিযোগ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন এ হামলা চালিয়েছে। গত বুধবার রাত ১০টায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় জামালপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক নাদিমকে হত্যাকারী মাহবুবুল আলম বাবু চেয়ারম্যানসহ দোষীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়