রাজবাড়ীর নতুন পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদের যোগদান
- Update Time : ০৮:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ২১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার হিসেবে বৃহস্পতিবার বিকালে যোগদান করেছেন, ঢাকার বিশেষ পুলিশ সুপার (বিশেষ শাখা) জি.এম. আবুল কালাম আজাদ। রাত ৮টার দিকে রাজবাড়ী বার্তা ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে জি.এম. আবুল কালাম আজাদ সংশ্লিষ্ঠ সকলের প্রতিকৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি রাজবাড়ীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
২৭ তম বিসিএস ক্যাডার জি.এম. আবুল কালাম আজাদের বাড়ী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ। তিনি এক ছেলে সন্তানের জনক। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) হিসেবে খুলনা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় ২০২১ সালের ২মে পুলিশ সুপার হিসেবে পদোন্নতী পান।
জানাগেছে, গত ১৭ জুলাই বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ছন ঢাকার বিশেষ পুলিশ সুপার (বিশেষ শাখা) জি.এম. আবুল কালাম আজাদকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।
জি. এম. আবুল কালাম আজাদ ইতোপূর্বে তিনি সহকারি পুলিশ সুপার হিসেবে এপিবিএন-০৮, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), সার্কেল এএসপি হিসেবে মঠবাড়িয়া ও সিলেট, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পিরোজপুর ও খুলনা সফলতার সাথে দায়িত্ব পালন করেন। রাজবাড়ী জেলায় যোগদানের পূর্বে তিনি সিটিএসবি’র বিশেষ পুলিশ সুপার হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা ক্যাডেট কলেজ হতে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের গর্বিত ছাত্র ছিলেন। বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রী অর্জন করেন।
অপরদিকে, অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিতি পাওয়া রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানকে খুলনা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
এদিকে, বিকালে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে পৌছান জি.এম. আবুল কালাম আজাদ। তাকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়