রাজবাড়ী ডিবি’র অভিযানে ২ বিকাশ প্রতারক গ্রেপ্তার, মাসে আয় ৮লক্ষাধিক টাকা
- Update Time : ১০:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ২৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আসসালামু আলাইকুম, আমি বাংলালিংক সিম কোম্পানী থেকে সাব্বির বলছি। বর্তমানে আমরা বাংলালিংক কোম্পানী থেকে ৬৫ হাজার টাকা বোনাস পেয়েছেন। পুরস্কারটা পেতে যাচ্ছেন শুধুমাত্র কোম্পানীর নম্বর ব্যবহার করার জন্য। আপনি পুরস্কার পাবেন কখন, কোথায় পাবেন এ নম্বরে ফোন করুন। যদি ফোন করে তাহলে, আপনাকে অনেক ধন্যবাদ কল করার জন্য, আপনি যে পুরস্কার পাবেন মোবাইলে নগদ টাকা পাবেন ৬৫ হাজার টাকা, এরজন্য ৫শত টাকা পাঠান। টাকা দিলে আবারও বলি পুলিশ, ম্যাজিষ্ট্রেট, সিনিয়র জুনিয়র অফিসার যাবে আপনার বাসায় ৬৫ হাজার টাকা দিতে তার জন্য ৫ হাজার টাকা দিতে হবে। টাকা পাওয়ার পর মোবাইল নম্বরটি ব্লাক লিস্টে দেওয়া হয়। এ ভাবেই লটারীর প্রলোভন দেখিয়ে প্রতারনা করে আসছিল রাজবাড়ী সদর উপজেলার লক্ষনদিয়া গ্রামের নূর ইসলাম মোল্লার ছেলে রোমান মোল্লা (৩০), জনাব আলী শেখের ছেলে মো: রাকিব শেখ (২২)।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানার সুলতানপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো: মোখলেছ মোল্লার পুকুর চালার পূর্ব -উত্তর কোনে কলা বাগানের ভিতরে অভিযান করে বয়ান দেওয়াকালীন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছেন।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, গ্রেপ্তারকৃত রাকিব কথা বলে বাংলালিংক সিম কোম্পানির কাস্টমার কেয়ার প্রতিনিধি সাব্বির পরিচয় দিয়ে এবং রোমান কথা বলে বাংলা লিংক কোম্পানীর কাস্টমার কেয়ার প্রতিনিধি সুমন পরিচয় দিয়ে। প্রতারনা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের অসহায় এবং সরলমনা মোবাইল গ্রাহকদের আননোন নাম্বারে ফোন করে লোভনীয় অফার এবং পুরস্কারের টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত তারা একটি নগদ নাম্বারে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় ।
ডিবির ওসি বলেন, তারা ঘটনার সত্যতার কথা স্বীকার করেন। তাদের প্রকাশ্য জীবিকার কোন উৎস নেই। লেখা-পড়া তেমন জানেনা। এ অসামন্য বিদ্যাকে পাথেয় করে অত্যন্ত স্বচ্ছলভাবে চলছে তাদের জীবন-জীবিকা নির্বাহ করাসহ মাসে ৮লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়