পাংশার ভুট্টা ক্ষেতে মিললো হাত, পা বাধা তৃতীয় শ্রেণীর ছাত্রের মরদেহ

- Update Time : ০৬:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৩৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চরের একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাধা অবস্থায় নিখোঁজের দুই দিন পর আকাশ মোল্লা (১২) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আকাশ মোল্লা যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নাসির মোল্লার ছেলে ও সেনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
নিহত আকাশ মোল্লার মামা সুর্য জানান, গত শনিবার বিকাল ৪ টার দিকে আকাশের বাবা ভ্যান বাড়ীতে রেখে মাঠে ঘাস কাটতে যায়। এ সুযোগে আকাশ ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর থেকে আর তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। যে কারণে পাংশা থানায় সাধারণ ডায়রী করা হয়।
নিহতের স্বজনেরা ও পুলিশ জানায়, নিহত আকাশ মোল্লা তার বাবা-মাসহ বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে নানা বাড়িতে থাকেন। গত শনিবার বিকালে বাবার ভ্যান নিয়ে বাইরে বের হয়। এরপর অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায় নি। সোমবার সকালে স্থানীয়রা হাবাসপুর ইউনিয়নের পদ্মার চরের একটি ভুট্টা ক্ষেতে হাত পা বাধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, নিখোঁজ আকাশ মোল্লার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই সাথে সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান পরিদর্শন করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়