বসন্ত ও ভালবাসা দিবস : রাজবাড়ীতে গোলাপ ফুলে আগুন, পিস ৩০ থেকে ২শ টাকা
- Update Time : ১০:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৯৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
বসন্ত ও ভালবাসা দিবস উপলক্ষে রাজবাড়ীতে চাহিদা বেড়েছে ফুলের। এরমধ্যে সবচেয়ে বেশি চাহিদা গোলাপ ফুলের। প্রতিপিস গোলাপ প্রকারভেদে ৩০ থেকে ২শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী শহরের বড়পুল ও পান্না চত্তর এলাকার ফুলের দোকান ঘুরে এমন চিত্র দেখা যায়।
এ সময় দেখাযায়, প্রতিটি দোকানে অন্যান্য দিনের তুলনায় কয়েক গুন বেশি ফুল আমদানী করেছে ব্যবসায়ীরা। এবং তাদের বেশি দামে কিনতে হয়েছে ফুল। যার কারণে খুচরা পর্যায়ে দাম বেড়েছে। দেশী গোলাপ প্রকারভেদে ৩০ থেকে ১শ। এবং থাই গোলাপ প্রতিপিস ২শ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি রজনীগন্ধা, জারবারা, টিউলিপ সহ ফুলও বিক্রি হচ্ছে। রাজবাড়ী শহরে নুপুর, বিধি ও রাজবাড়ী ফুল ঘর রয়েছে।
ক্রেতা জেসমিনা আরা বলেন, ভালবাসা দিবসে প্রিয় মানুষের জন্য তিনি ও তার ভাই ফুল কিনতে এসেছেন। তবে দাম অনেক বেশি। ফলে ফুল কিনতে শিক্ষার্থী হিসাবে তাদের জন্য একটু সমস্যা হচ্ছে।
আরেক ক্রেতা নয়ন মিয়া বলেন, বিশেষ দিনে বিশেষ মানুষকে ফুল উপহার দেবেন। যার কারণ গোলাপ ফুল কিনেছেন। এবছর দাম অনেক বেশি।
নুপুর ফুল স্টেন্টারের মালিক হাবিবুর রহমান বলেন, বসন্ত ও ভালাবাসা দিবস উপলক্ষে ভারতসহ দেশের বিভিন্নস্থান থেকে প্রায় ৬ লক্ষ টাকার ফুল সংগ্রহ করেছেন। ফুলের মধ্যে গোলাপ সবচেয়ে বেশি এনেছেন। এবার দাম বেশি হলেও বেচা কেনা ভাল। তার দোকানে ৪০ টাকা থেকে ২শ টাকার গোলাপ আছে। আশা করছেন তিনি সব মিলিয়ে ৮ লক্ষ টাকার ফুল বিক্রি করবেন।
রাজবাড়ী ফুল ঘরের মালিক কালাম মন্ডল বলেন, এবার তিনি ৫ হাজার গোলাপ সহ প্রায় দেড় লক্ষ টাকার ফুল আমদানি করেছেন। আশা করছেন সব ফুল বিক্রি হয়ে যাবে। তার দোকানে লাল গোলাপের পাশাপাশি হলুদ ও সাদা গোলাপ আছে। সর্বচ্চো থাই গোলাপ প্রতিটিস ২শ টাকায় বিক্রি করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়