বালিয়াকান্দিতে শিক্ষককে মারধরকারীর শাস্তিরদাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

- Update Time : ১০:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৮৯ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষক আব্দুল কাদের ভুঁইয়াকে পাওনা টাকা চাওয়ায় মাটি ব্যবসায়ী মোক্তার হোসেন মারধর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি।
বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে এক প্রতিবাদ সভা, সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তৃতা করেন, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, কুতুব উদ্দিন মোল্যা, আমির আলী মুন্সী, সাইফুল ইসলাম সামাদ, কায়সার আহম্মেদ প্রমুখ। পরে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন, আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কাদের ভূঁইয়া তার পুকুরের মাটি ৩লক্ষ টাকায় বকশিয়াবাড়ী গ্রামের মোক্তার হোসেনের নিকট বিক্রি করেন। তিনি মাটি নিয়ে গেলেও পাওনা টাকা চাওয়ায় প্রকাশ্যে মারধর করে। মামলা দায়ের করায় জামিনে বেরিয়ে এসে পুনরায় হুমকি দিচ্ছে। শিক্ষকরা ঘরে বসে থাকবে না। দ্রুত মোক্তার হোসেনের বিচার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়