রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ র্যাবের হাতে হত্যা মামলার আসামি মাসুদ গ্রেপ্তার
- Update Time : ০৯:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ২৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর চাঞ্চল্যকর কাউসার হত্যা মামলারও প্রধান আসামী মোঃ মাসুদ রানা ওরফে ফেন্সি মাসুদ (৪০) কে র্যাব-৮ সদস্যরা গ্রেপ্তার করেছে। একই সাথে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড এ্যামোনেশন ও চাকু উদ্ধার করে।
মাসুদ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এবং সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হক জানিয়েছেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদের বাড়ীতে অভিযান চালানো হয়। সে সময় র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করার পাশাপাশি তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড এ্যামোনেশন ও চাকু উদ্ধার করে।
তারা আরো জানান, মাসুদ ২০১৬ সালে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর কাউসার হত্যা মামলারও প্রধান আসামী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যাসহ আরোটি মামলা রয়েছে। সে একজন সন্ত্রাসী, চাঁদাবাজ, পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ী। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়