গোয়ালন্দে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

- Update Time : ০৬:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১৫৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি ইসলাম মোল্লার সভাপতি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, পৌর মেয়র নজরুল মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহ আলম পাঠান, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, রাজবাড়ী জেলা শাখার সভপিতি মাকছুদুর রহমান শাওন, সাধারন সম্পাদক আয়ুব আলী খান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রশিদ মিলন প্রমূখ।
পরিচিত সভার শুরুতে অতিথি, মুক্তিযোদ্ধার সন্তান ও নব-গঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবং নিহত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন হয়।
এ সময় গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নব-গঠিত কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্য সদস্যদের উত্তরীয় ও ব্যাজ পরিয়ে দেন অতিথিবৃন্দ।
এরআগে কমপ্লেক্সে সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন অতিথি ও নব-গঠিত কমিটির সদস্যরা।
উল্লেখ্য, প্রায় দুই মাস আগে ইসলাম মোল্লাকে সভাপতি ও মাহফুজুর রহমান মিলনকে সাধারন সম্পাদক করে গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়