৩২ বছরেও আঃলীগ-বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারেনি-জাতীয় পার্টির মহাসচিব

- Update Time : ০৯:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- / ১৩১ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় পাটির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জাতীয় পার্টি কয়েকবার আওয়ামীলীগের সঙ্গে জোটে অংশগ্রহণ করেছে। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পাটি এককভাবে অংশগ্রহণ করবে। গত ৩২ বছরে আওয়ামীলীগ ও বিএনপি ক্ষমতায় থাকলেও এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এই ক্ষমতা থাকা কালীন সময়ে দেশে লুটপাট, দলীয়করন, টাকা পাচার, দুর্নীতি, ব্যাংক লুট, ঋণ খেলাপিদের প্রশ্রয় দেওয়া, অবৈধ ঠিকাদারি এবং সব সরকারী প্রতিষ্ঠানকে দলীয় করন করা হয়েছে। এ জন্য দেশের মানুষ এখন আওয়ামীলীগ ও বিএনপির বাইরে কাউকে চায়। আর সেই দলটি হলো আমরা জাতীয়পার্টি। সেজন্য আগামী নির্বাচনে জাতীয় পাটি একক ভাবে অংগ্রহন করবে এবং ৩শ আসনে লড়বে।
শনিবার দুপুরে রাজবাড়ী পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত জেলা জাতীয় পাটির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, দলের প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, উপদেষ্টা অ্যাডঃ নূরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, লিয়াকত হোসেন খোকা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মমিন প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়