এবারের ঈদুল আযহা’য় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৮ ফেরি ও ২০ লঞ্চ
- Update Time : ০৪:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ২০২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
এবারের পবিত্র ঈদুল আযহা’য় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করবে ছোট বড় ১৮টি ফেরি, ২০টি লঞ্চ ও ১০টি স্প্রীড বোর্ড।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল আযহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান সমুহ সুষ্ঠভাবে চলাচল এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে আয়োজিত সমন্ময় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রশাসন, ঘাট ও পরিরহন সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় ১৮টি ফেরি, ২০টি লঞ্চ ও ১০টি স্প্রীড বোর্ড চলাচল করবে। এছাড়া ঘাটের যানজট নিরসনে ঈদের আগে ও পরে মোট ৭টি দিন পশুবাহি ও জরুরী পচনশীন পন্যবাহি ট্রাক ব্যাতিত সাধারন ট্রাক পারাপার বন্ধ থাকবে। এবং রাতে বন্ধ থাকবে স্প্রীড বোর্ড চলাচল। এছাড়া ট্রার্মিনালে যানবাহনের ভাড়ার চার্ড টানানোর পাশাপাশি পরিবহন শ্রমিকদের কটি পরিহিত নিশ্চিতকরণ। ঘাট এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, টার্মিনালে যানবাহন প্রবেশের ব্যবস্থা রাখতে হবে । এছাড়া চাঁদাবাজ, দালাল নিমূলে ঘাট এলাকাসহ সড়কে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হলে নেওয়া হবে ব্যবস্থা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়