রাজবাড়ীতে ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত ১৮ রোগীকে ৯ লক্ষ টাকার সহায়তা প্রদান
- Update Time : ০৯:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ২০৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত ১৮ জন রোগীকে ৯ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিজন রোগীকে ৫০ হাজার করে মোট ৯ লক্ষ টাকার চেক দেয়া হয়।
জানাগেছে, সমাজকল্যান মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত রাজবাড়ী সদর উপজেলার ১৮ জন জটিল রোগীকে নির্বাচন করে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এতে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান, উপজেলা সমাজসেবা অফিসার শাহিনুর রহমান, সহকারী সমাজসেবা অফিসার সালমা ইয়াসমিন প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়