পুনরায় রাজবাড়ী জেলা জাপা’র সভাপতি বাচ্চু, সম্পাদক মমিন
- Update Time : ০৯:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- / ১৮৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
পুনরায় আগামী তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন ্যোডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সাধারন সম্পাদক হয়েছে মোকছেদুর রহমান খান মমিন।
শনিবার বিকাল ৩টার দিকে রাজবাড়ী পৌরসভার হলরুমে জেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলনের দ্বিতীয় পর্বে আংশিক জেলা কমিটি ঘোষণা করেন জাতীয় পাটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
এ সময় আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মী সম্মেলন।
এতে রাজবাড়ী জেলা জাতীয় পাটির সভাপতি ্যোডঃ হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পাটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোকছেদুর রহমান মমিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, উপডেষ্টা অ্যাডঃ নূরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমূখ।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় পার্টিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নব-ঘোষিত জাতীয় পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি ্যোডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, ৮৩ সাল থেকে এখন পর্যন্ত সফলতার সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন। যার কারণে দল ও কর্মীরা তাকে মুল্যায়ন করেছে। এবার দিয়ে তিনি চার বারের মত রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি এবং মোকছেদুর রহমান মমিন দ্বিতীয় বারের মত সাধারন সম্পাদক নির্বাচিত হলেন। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আগামীকাল থেকে পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনের কাজ শুরু করবেন। সবার দোয়া ও ভালবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ গ্রহন করবেন। এবং তিনিই মনোনয়ন পাবেন বলে আশাবাদী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়