রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ আর নেই
- Update Time : ০৩:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ২৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বসুন্ধারা মিডিয়া এ্যাওয়ার্ড-২০২২ পাওয়া রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনি, সহকর্মী ও অসংখ্য শুভাকাংখি রেখে গেছেন। বিকালে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল থেকে মরদেহ রাজবাড়ী জেলা শহরের বিনোদপুরের নিজ বাস ভবনে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, মোহাম্মদ সানাউল্লাহকে ২০২২ সালের ৩০ মে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে বসুন্ধারা মিডিয়া এ্যাওয়াড প্রদান করা হয়। সে সময় শুধু সম্মাননাই নয় সাথে পেয়েছেন নগদ এক লাখ টাকা, ক্রেস্ট, সনদপত্র এবং অনুষ্ঠানে তাকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয়।
প্রথিতযশা প্রবীণ সাংবাদিক মোঃ সানাউল্লাহ পাকিস্তান আমলে “পাক যমহুরিয়াত ” সাপ্তাহিক পত্রিকায় লেখালেখির মধ্যে দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর দেশ স্বাধীন হওয়ার পূর্বে তিনি “দৈনিক পূর্বপাকিস্তান পত্রিকায় কাজ করেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে তিনি “বাংলার বাণী” পত্রিকায় মফস্বল সাংবাদিক হিসেবে যোগদান করেন। এরপর একাধারে দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, বিডি নিউজ ২৪ এবং সুদীর্ঘ সময় বাংলাদেশ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তার বড় ছেলে আহসান হাবিব টুটুল এনটিভি’র রাজবাড়ী জেলা প্রতিনিধি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়