রাজবাড়ীতে শুরু হচ্ছে ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রির কার্যক্রম
- Update Time : ১০:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাজার স্থিতিশীল রাখতে বৃহস্পতিবার থেকে রাজবাড়ীতে শুরু হচ্ছে ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচীর কার্যক্রম। এ উপলক্ষে বুধবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিং-এ লিখিত বক্তব্য পাঠ করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিন মাস ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রয়ের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। ওএমএস কর্মসূচীতে একজন ভোক্তা প্রতিদিন সর্বচ্চ ৫ কেজি করে এবং টিসিবি কর্মসূচীর ৭৬ হাজার ৩শত ৬৪ জন ভোক্তা পাক্ষিক (১৫ দিন অন্তর) ৫ কেজি করে মাসে ১০ কেজি ৩০ টাকা দরে চাল ক্রয় করতে পারবেন। জেলায় ৩১ জন ডিলারের মাধ্যমে এই চাল বিক্রয় করা হবে। এছাড়া খাদ্য বান্ধব কর্মসূচীর ৫৬ হাজার ৪শত ৭৭ জন কার্ডধারী জেলার মোট ১১৩ জন ডিলারের কাছে থেকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবে।
প্রেস ব্রিফিং-এ রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহি অফিসার মার্জিয়া সুলতানা, জেলা খাদ্য অফিসার একেএম শাহ নেওয়াজসহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়