রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ের স্বামীর মৃত্যুদন্ডাদেশ
- Update Time : ১১:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১৯৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে আলম শেখ ওরফে আলমগীর শেখকে নামে একজনকে মৃত্যুদ- এবং ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। এ আসামীর মৃত্যুদ-াদেশ হাইকোর্টে বিভাগ কর্তৃক অনুমোদন সাপেক্ষে তার মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছাঃ জাকিয়া পারভীন এ রায় প্রদান করেন। আলম শেখ জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চাঁদমৃগী গ্রামের করিম শেখের ছেলে। এসময় অভিযোগ প্রমানিত না হওয়ায় কালুখালী উপজেলার চাঁদমৃগী গ্রামের আফসার শেখের ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া শেখ ও আনসার মোল্যার ছেলে মধু ওরফে সিদ্দিক মোল্যাকে অভিযোগের দায় হতে খালাস প্রদান করা হয়েছে।
মামলা সুত্রে জানাগেছে, আলম শেখ কাজ কর্ম না করে জমি বিক্রি করে খাওয়ার কারণে তার সাথে বিয়ের পর থেকেই তার স্ত্রী সুফিয়ার ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এ নিয়ে এলাকায় শালিস বৈঠক হয়। এ নিয়ে গত ২০১৩ সালের ২৪ মে সুফিয়াকে কুপিয়ে হত্যা করে আলম শেখ ঘরে তালা দিয়ে ছোট ছেলে সাব্বিরকে নিয়ে গাঢাকা দেয়। লোকজন সুফিয়ার লাশ ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সুফিয়ার ভাই হামিদ মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ ৩জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীর্ট দাখিল করেন।
রাজবাড়ী বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে আলম শেখ ওরফে আলমগীর শেখকে নামে একজনকে মৃত্যুদ- এবং ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। এ আসামীর মৃত্যুদ-াদেশ হাইকোর্টে বিভাগ কর্তৃক অনুমোদন সাপেক্ষে তার মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার নির্দেশ দিয়েছেন। অভিযোগের দায় হতে জিয়াউর রহমান ও সিদ্দিক মোল্যাকে খালাস দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়