রাজবাড়ীর ১৩ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার, উদ্বোধন

- Update Time : ০৪:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১৯৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ১৩ হাজার ২শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী দিনে ২ হাজার ১শ জন কৃষকদের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্য্যমূখি, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের বীজ এবং এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সকল কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে।
এ সময় সফল কৃষক ও উদ্দ্যোক্তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
উপজেলা কৃষি সম্পসারণ অফিসার মোঃ তোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ্যোডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেক, ডিকেআইবি জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান প্রমূখ।
উদ্বোধনী সভা শেষে কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়