বসুন্ধারা গ্রুপ থেকে এক মাসের খাবার পেলো রাজবাড়ীর হতদরিদ্র শুরজাহান

- Update Time : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ২৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
হতদরিদ্র সূর্য বেগম শুরজাহানের স্বামী মানসিক প্রতিবন্ধী, ঘুরে বেড়ায় পথে প্রান্তে, নিজে কোন রকমে অন্যের বাড়ীতে গৃহপরিচালিকার কাজ করছেন। তবে অসুখ-বিসুখে শরীর যেন আর তার চলছে না। ওষুধ কেনা তো দুরে থাক, জীবন ধারণ করাটাই তার এখন দূরহ। এমনি অসহায় শুরজাহানের পাশে দাঁড়িয়েছে, দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধারা গ্রুপ। শুরজাহান রাজবাড়ী জেলা শহরের ধুনচি গ্রামের জবেদ আলী মন্ডলের স্ত্রী।
বুধবার বিকালে আনুষ্ঠানিক ভাবে শুরজাহানের হাতে বসুন্ধারা গ্রুপের পক্ষ থেকে এক মাসের খাদ্যসামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়। কালের কণ্ঠ শুভসংঘের সহযোগিতায় ৫০ কেজি চাল, পাঁচ কেজি আলু, পাঁচ কেজি পেঁয়াজ, পাঁচ কেজি আটা, তিন কেজি ছোলা, তিন কেজি চিনি, তিন কেজি ডাল, তিন লিটার তেল, এক কেজি লবণ ও দুই প্যাকেট সেমাই প্রদান করা হয়।
এ সময় মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতি, কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ও রাজবাড়ী সরকারী কলেজের সহযোগি অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন খান, সাধারণ সম্পাদক ও রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, সমাজ কল্যাণ সম্পাদক ও মীর মোশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম, নারী বিষয়ক সম্পাদক গুলশানআরা মোস্তফা, সদস্য ও অংকুর স্কুল এন্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, বসুন্ধারা গ্রুপের রাজবাড়ীর টেরিটরি সেলস এক্সিকিউটিভ ফিরোজ মিয়া, সেলস অফিসার সবুজ আলী মৃধা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
উপহার পেয়ে শুরজাহান বসুন্ধারা গ্রুপের চেয়ারম্যানসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল বলেন, বসুন্ধারা গ্রুপ দেশের একটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান। তারা সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে থাকে। করোনা দুঃসময়ে অসংখ্য মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছে। এখন গরিব পরিবারকে এক মাসের বাজার দিয়ে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও যেন বসুন্ধরা গ্রুপ মানুষের কল্যাণে কাজ করে, এমনটাই প্রত্যাশা করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়