রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর পলাশ বরখাস্ত
- Update Time : ১০:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ২১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারী কাজে বাঁধাদান, শাররিক ভাবে লাঞ্ছিত, চাঁদাদাবীর অভিযোগে দু’টি মামলার চার্জশীর্ট আদালতে দাখিল হওয়ায় রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ কে কাউন্সিলরের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার উপ-সচিব মোঃ আব্দুর রহমান গত ৪ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারী করেছেন।
ওই প্রজ্ঞাপন সুত্রে জানাগেছে, রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ গত বছরের ১২ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রাজবাড়ী রেলওয়ে স্টেশনের উন্নয়ন কাজে দায়িত্বরত অবস্থায় সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) গৌতম বিশ^াস ও ট্রলিম্যান লিখন শেখকে লাঞ্ছিত ও উন্নয়ন কাজ বন্ধ করার হুমকি প্রদান করেন। এ বিষয়ে গত বছরের ১৩ সেপ্টেম্বর রাজবাড়ী রেলওয়ে থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় গত বছরের ৩১ অক্টোবর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়াও গত বছরের ১৭ জুন রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুরে এফএন টাওয়ারের সামনে থেকে দুইজনকে অপহরণ করে অবৈধভাবে আটক, শারীরিকভাবে নির্যাতন ও চাঁদা দাবীর অভিযোগ উঠে। ওই অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ জুন রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায়ও তদন্ত পূর্বক গত ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী কোন পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হলে, সেক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হলে, সরকার কর্তৃক লিখিত আদেশের মাধ্যমে কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে মর্মে বিধান রয়েছে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক চার্জশীট গৃহীত হয়েছে বিধায় রাজবাড়ী পৌরসভার কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ করা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। যার কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী মাহবুবুর রহমান পলাশকে রাজবাড়ী পৌরসভার ৮নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়