অপপ্রচারের মামলায় গ্রেপ্তারকৃত রক্তকন্যা স্মৃতি’র বাসায় এলেন বিএনপি’র কেন্দ্রীয় নেত্রীরা

- Update Time : ০৭:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ৫৭ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গ্রেফতারকৃত রাজবাড়ীর রক্তকন্যাখ্যাত সোনিয়া আক্তার স্মৃতির বাসভবন পরিদর্শন করেছে কেন্দ্রীয় বিএনপির নেতা সহ জেলার বিএনপির নেতাকর্মীরা।
এ সময় সোনিয়া আক্তার স্মৃতির দুই সন্তানকে তারা উপহার দেন ও আর্থিক সহায়তা করেন এবং স্মৃতির নিঃশ্বর্ত মুক্তি দাবি সহ পরিবারের পাশে থেকে আইনি সহায়তাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে স্মৃতির মুক্তি না হওয়া পর্যন্ত স্মৃতি সহ সারাদেশে নির্যাতিত মানুষের পাশে বিএনপি নেতাকর্মীদের থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার সকালে শহরের ৩ নং বেড়াডাঙ্গা এলাকার স্মৃতির নিজস্ব বাসভবনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ ও কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এর নের্তৃত্বে পৃথক ভাবে কেন্দ্রীয় বিএনপির দুইটি টিম স্মৃতির বাড়ী পরিদর্শনে আসেন।
পরিদর্শন শেষে সোনিয়া আক্তার স্মৃতির গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্মৃতির নিঃশ্বর্ত মুক্তির দাবি করেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সহ সভাপতি ও সাবে এমপি এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলী, যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সেলিমুজ্জামান, কেন্দ্রীয় মহিলা ও শিশু সংগ্রাম পরিষদের সদস্য সচিব নিপুন রায় চৌধরী, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
উল্লেখ্য, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্যসচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরীর দায়ের করা অভিযোগে (৫ অক্টোবর) রাজবাড়ী মহিলা দলের সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় থানা পুলিশ। পড়ে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়